দ্বেষ ও আত্মহত্যার কাহিনি : মহীতোষ গায়েন।

0
520

আমাদের সব বুদ্ধি ওরা কিনে নিয়েছে,
ওরা মস্তিষ্কের অলিগলিতে প্রবেশ করে
জানিয়ে দিয়েছে বেশি রা কাড়বেন না
শুধু জয়গান করে যাবেন,ফল পাবেন।

সেই থেকে চিন্তা চেতনা বন্ধক রেখেছি
বিবেককে বেঁধেছি লোভের রজ্জু দিয়ে
বাহারি পোষাকে সজ্জিত হয়ে সভামঞ্চে
গেয়েছি গান,রচেছি গদ‍্য,পদ‍্য,নাটক,রঙ্গ।

শরীরের সব রক্ত এভাবে বরফ হয়ে গেছে,
সমস্ত উত্তেজনা পুড়ে ছাই হয়েছে,মাঙ্গলিক
চিন্তা উড়েছে ফানুসের মত,আকাশ হেসেছে
বাতাস হেসেছে,কেঁদেছে ফুল পাখি ও নদী।

এভাবে ব্রেনডেথ হয়ে কতদিন থাকা যায়,কত
দিন আর এভাবে কর্তাভজা হিসেবে থাকা যায়?
এবার আমরা ফিরে যেতে চাই ভালোবাসা,প্রেমে
পরিচর্যায়,লিখি তাই দ্বেষ ও আত্মহত্যার কাহিনি।