ফেরা :: উজ্জ্বল সামন্ত।।

যদি ফিরে আসি তুমি কি অপেক্ষায় থাকবে নিষ্পলকে
সেই আগের মতই দু হাত বাড়িয়ে করবে আলিঙ্গন
বসন্ত প্রেমিকা হয়ে ফিরিয়ে দেবে পলাশ শিমুল
শিউলির মতো ঝড়ে নিরুত্তর থাকবে মাটির বুকে

খুঁজে ফিরবে ভরসার আশ্রয় কঠিন পাহাড়ের বুকে
বরফের ঝড়ে তোমার স্বপ্ন ছোঁয়ার ঠিকানা হারিয়ে
আগের মতই কোলে মাথা রেখে স্বপ্নে বিভোর হবে
শোনাবে তোমার জমাট অভিমান সরলতায় অক্লেশে

খিলখিল হাসি কোথাও হারিয়ে অন্ধকার মিশেছে
রাগ করে রাঙামাটির নরম মনে ঝড়ের পূর্বাভাসে
বৃষ্টির ধারায় ভেসে চোখে দেখি গোধূলির আলো
মান ভাঙানো জোড়াজুড়ি আদরে কি মন ছুঁলো

মান-অভিমান পর্ব শেষে শেষ বেলার সুখের আশায়
ছোট্ট তরী অভিমানী ঢেউয়ের স্রোতে ভেসে কিনারায়
সম্পর্ক যতই আধুনিক হোক একাকী কখনো বাঁচা যায়
ফেরারী আশায় বুক বেঁধে ভালোবাসা ফেরার অপেক্ষায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *