ফেরা :: উজ্জ্বল সামন্ত।।

0
566

যদি ফিরে আসি তুমি কি অপেক্ষায় থাকবে নিষ্পলকে
সেই আগের মতই দু হাত বাড়িয়ে করবে আলিঙ্গন
বসন্ত প্রেমিকা হয়ে ফিরিয়ে দেবে পলাশ শিমুল
শিউলির মতো ঝড়ে নিরুত্তর থাকবে মাটির বুকে

খুঁজে ফিরবে ভরসার আশ্রয় কঠিন পাহাড়ের বুকে
বরফের ঝড়ে তোমার স্বপ্ন ছোঁয়ার ঠিকানা হারিয়ে
আগের মতই কোলে মাথা রেখে স্বপ্নে বিভোর হবে
শোনাবে তোমার জমাট অভিমান সরলতায় অক্লেশে

খিলখিল হাসি কোথাও হারিয়ে অন্ধকার মিশেছে
রাগ করে রাঙামাটির নরম মনে ঝড়ের পূর্বাভাসে
বৃষ্টির ধারায় ভেসে চোখে দেখি গোধূলির আলো
মান ভাঙানো জোড়াজুড়ি আদরে কি মন ছুঁলো

মান-অভিমান পর্ব শেষে শেষ বেলার সুখের আশায়
ছোট্ট তরী অভিমানী ঢেউয়ের স্রোতে ভেসে কিনারায়
সম্পর্ক যতই আধুনিক হোক একাকী কখনো বাঁচা যায়
ফেরারী আশায় বুক বেঁধে ভালোবাসা ফেরার অপেক্ষায়…