আয়না : উজ্জ্বল সামন্ত।

0
408

আয়নার সামনে ব্যক্তিটি উপস্থিত হয়েছেন। নিজের মনে কি যেন বিড়বিড় করছেন। যেন, ঠিক ও ভুল পরস্পরের সঙ্গে বোঝাপড়া ছলছে। কখনো ব্যক্তিটি হাসছেন সদর্পে বুক ফুলিয়ে। আবার কখনো মুখ বিকৃত করে কিছু আড়াল করতে চাইছেন, বা মেনে নিতে অস্বীকার বা কুন্ঠিত বোধ করছেন, যখন আয়না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কিন্তু কার কাছে? কেনই বা করছেন? লড়াই টা তো একান্তই ব্যক্তিগত। বিবেক এমনই এক অদৃশ্য আয়না, যার কাছে কোন কিছুই লুকানো যায় না। সত্যিই বোধহয় তাই! আমরা বোঝাতে ব্যস্ত, বুঝতে নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here