সুরভি জাহাঙ্গীর, ঢাকা-বাংলাদেশঃ-তের দিন “করোনার” সাথে যুদ্ধ করে, পরাজিত হয়ে গত রাতে সবাইকে কাঁদিয়ে ( চিত্রনায়িকা) মিষ্টি হাসির মিষ্ট মেয়ে কিবরী দেশান্তরি হলেন* তাঁর আত্মার শান্তি কামনা করি!
“ওরে নীল দরিয়া আমায় দেরে – দে ছাড়িয়া”!
সত্তর আশির দশকে বহুল জনপ্রিয় রাজ্জাক-কবরী জুটির ছবি মানেই লাখো দর্শক।” সুতরাং, সারেং বউ, নীল আকাশের নীচে, দীপ নেভে নাই, ময়না- মতি, দর্পচূর্ণ, উপহার, সুজন সখী, রংবাজ, তিতাস একটি নদীর নাম এমন অসংখ্য জনপ্রিয় সিনেমার নায়িকা ছিলেন তিনি। বুলবুল আহমেদ, ফারুকের সাথেও জুটি বেঁধেছিলেন তিনি। তার অভিনয়ে,অভিমান ও হাসি দর্শক মনে রাখবে। এ ছাড়া তিনি একজন সফল রাজনীতিবিদ ছিলেন। চির বিদায় চিত্রনায়িকা কবরী।