মে দিবস : শিপ্রা দে।

0
511

উদয়-অস্ত পরিশ্রমে নেই ওদের বিশ্রাম
প্রতিবাদ কি করতে পারে! না পেলে সঠিক দাম!

বাবুর ঘরের কাজের শেষে ক্লান্ত বস্তির মেয়ে
কিবা জানে শ্রমিক দিবস আজকে পয়লা মে।

দশ বছরের ছেলে তোলে মাথায় ইঁটের বোঝা
নুয়ে পড়ে বোঝার ভারে হাঁটতে পারে না সোজা।

দেহের চেয়ে ওজন বেশি মোট বয়ে যায় শিশু
শ্রমের মূল্য জোটে না তার পথে নিগ্রহ যীশু।

আইন ছিল আট ঘন্টায় বাজবে ছুটির ঘন্টা
অর্থ লোভী মুনাফা খোর কাজ করায় বারো ঘন্টা।

কাজ করলে মজুরি নইলে সেদিন ফাঁকি
ভাত পায় না মুটে মজুর করছে বাজার বাকি।

কাজের লোকের ছুটি নেই যে তবু পয়লা মে!
কম বেতনে কাজের আদায় দক্ষ বুজরুকি সে।

অর্থ লোলুপ পুঁজিবাদী আগ্রাসী মনোভাব
নারী শিশুর পর্যাপ্ত মূল্য না দেওয়াই স্বভাব।

তাৎপর্যহীন পহেলা মে,শ্রমিকের ঝরা ঘাম
বারো ঘন্টা দাসত্ব কি শ্রমিকের উপযুক্ত দাম!

শ্রমিক নির্যাতন নিপাত যাক বৈষম্য যাক ঘুচে
শিশু শ্রমিক না থাকুক আর কলঙ্ক যাক মুছে।

মিটবে যেদিন শ্রমিকের দুঃখ,পেট ভরে পাবে ভাত
মে দিবস সেদিন সার্থক হবে ঘুচবে কালো রাত।