দিশাহারা : কাজী নুদরত হোসেন।

0
511

আসেনি কেউ আগে কোনোদিন
আঁকাবাঁকা পথ ধরে এপাড়ার,
অলিগলি ঘুরে মরে সারাদিন
পথ ভুল হয়ে যায় বারবার…

আঁধারকে অতিশয় ভালোবেসে
পথবাতি খুলে নিয়ে গেছে যারা,
তারাও পথ হাতড়ায় দিনশেষে
হেঁটে হেঁটে হয়ে যায় দিশাহারা…

যাবে তো সবাই বড়ো রাস্তার মোড়ে
হাঁটাহাটি ওইখানে হয়ে যাবে শেষ,
আঁধারকে গিলে খায় রোজ ভোরে
আলো সেথা ধরে থাকে অগ্নিবেশ।

————————–
কাজী নুদরত হোসেন
নলহাটি-বীরভূম।