এগোতে হবে,আরোও কিছুটা এগোতে হবে,
ঐ দেখা যায় সাফল্যের চূড়া।
কাছে গেলাম, প্রায় পৌঁছে গেলাম।
কই ? কোথায়? দেখা গেল না’তো।
আরও একটু এগোতে হবে,এগোলেই দেখা যাবে।
একটা আলোর রেখা দেখা যাচ্ছে যদিও।
কাছে গেলাম,দেখতেও পেলাম-
কিন্তু ধরতে পারলাম না।
সাফল্যের পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত শরীর।
একটু জিরিয়ে নিতে নিতে হঠাৎ পিছনের দিকে চোখ পড়ল,
তাকিয়ে দেখলাম-
অনেকটা দূর আসা হয়ে গেছে।
আর ফেরা অসম্ভব।
কারা যেন বেশ হই-চই করছে
কানে ভেসে আসছে অস্পষ্ট কিছু আওয়াজ।
বুঝলাম তারা সুখ-শান্তি -আনন্দ আর সময়।
যাদের’কে আমি অনেকদিন আগেই ফেলে রেখে এসেছি,কোনো এক অচিনপুরে।
একটা সময় পর চাইলেও আর ফিরে যাওয়া যায় না।
ধুলোয় ঢাকা পড়ে স্মৃতি,আলগা হতে থাকে পিছুটান।
জীবন যে একমুখী। আমরা ভুলে যাই।
আমরা যত লক্ষ্যের কাছাকাছি পৌঁছায়,
আমাদের স্বপ্ন সত্যি হয় ঠিকই কিন্তু জীবনের-
সেই রঙিন দিন গুলোই হারিয়ে ফেলি।
তখন সামনে এগোনো ছাড়া আর উপায় থাকে না।
অগত্যা আমাদের এগোতেই হয়।