জলের রক্ত : শোভন ভট্টাচার্য।

0
411

হাতের রেখায় তোমার পৃথিবী মুখ ফেরাল,
পিৎজায় আমার ঠান্ডা পরজন্ম,
বলার আগেই আমার নিয়তি একলা পথে।
যত্নের কালোরাতগুলোর উঠোনে মুগ্ধতা,
কিচ্ছু যায় আসে না, তবু টলছি আমি।
কয়েকধাপেই আক্ষরিক মুর্দাবাদ,
আজ তোমার অঙ্গে বৃষ্টি হয়ে ঝরতে চায়।
বোবা মেঘের লোকালয়ে দাঁড়িয়ে একা।
খোঁপাবাঁধা বড়ো-গোছের স্থানীয় বেমানান।

দূরপাল্লার পোড়া গন্ধের কুর্নিশ নেই আমার,
জিভ টুকরো হলো, আমার পূবদিক।
আকাশ কুসুম জলচুমুকের অনভিজ্ঞ কৌতুকে,
জড়িয়ে বাঁচার অভ্যেস হাঁফ ছাড়লো।
তবু আমার সাহসের ওজন বাড়লো না।
কাব্যে আমার সিঁদুর লাগুক গভীর আব্বুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here