মদ্যপানের আসরে বচসা দুই বন্ধুর।

0
389

হুগলি, নিজস্ব সংবাদদাতা: – যুবককে চাকু দিয়ে 46 বার কুপিয়ে দেওয়া হল , গুরুতর আহত অবস্থায় যুবক কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি , হুগলির উত্তরপাড়ার ঘটনা , মদের ঠেকে দুজনের মধ্যে বচসা জেরে ঘটল এই ঘটনা।
উত্তরপাড়ার শালিমার এলাকায় মদের আসরে ছুরিকাহত যুবক!আহতের নাম লালচাঁদ হেলা(৩৮)।তাকে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজেে রেফার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে শালিমার খালধারে মদের আসর বসেছিল।সেখানে কয়েকজনের সঙ্গে বসে মদ্যপান করছিল লালচাঁদ।নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে বচসার জেরে লালচাঁদের পেটে ছুরি চালিয়ে দেয় রাজা গুপ্তা নামে এক যুবক।আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যায় পরিবার,খবর দেওয়া হয় পুলিশে।অভিযুক্ত পলাতক।