নাকে সুরের মুর্ছনা, বিরল প্রতিভার অধিকারী জিয়া আলম।

আবদুল হাই, বাঁকুড়াঃ- নাকেই সুরের মূর্ছনা তুলেই মাতিয়ে দিতে পারে ট্রেজ, এমনই এক বিরল প্রতিভার সন্ধান পেলেন আমাদের সাংবাদিক আব্দুল হাই।
জিয়া আলম, বয়স 50, বাড়ি বাঁকুড়া জেলারইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামে।
সুর , লয় তালের মাতোয়ারা এই বিরল প্রতিভা তবে কন্ঠে নয় একটার পর একটা গান তিনি নাকে সুর তুলেই পরিবেশন করে যাচ্ছেন, মুগ্ধ শ্রোতা।
আর হবে নাই বা কেন এমন অদ্ভুত গান পরিবেশন সহজে দেখা যায় না।
আমরা সাধারণত কন্ঠে গান শুনতে অভ্যস্ত, কিন্তু নাকে গান করা যায় এটা ভাবতেই অবাক লাগে আর সেখানে যে কোন গানকে হুবাহুব তাল, লয়, সুরে পরিবেশন করাটা একটা অসম্ভব কাজ আর সেই কাজটি খুব সহজেই করে যাচ্ছেন পেশায় সরকারি কর্মচারী জিয়া আলম।
চলুন নিউজ এর পর্দায় দেখে নেব এবং শুনে নেব জিয়া আলমের সেই অদ্ভুত সংগীত পরিবেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *