রসগোল্লায় মরা শামুক, শোরগোল মহিষাদলে।

0
358

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথতলা শহীদ বেদি সংলগ্ন একটি মিষ্টি দোকানের রসগোল্লায় মিলল মরা শামুকের খোল। এক সেনা জওয়ান বাড়িতে মিষ্টি কিনে আনার পর এই অভিযোগ করেন এমনটাই। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই সেনা জওয়ান ও তাঁর স্ত্রী শুক্রবার সন্ধে নাগাদ ওই দোকান থেকে রসগোল্লা কিনে আনেন। জওয়ানের স্ত্রীর অভিযোগ, ছেলেকে মিষ্টি খেতে দিয়েছিলেন, সেই সময় রাসগোল্লায় কামড় দিতে গিয়ে তাঁর ছেলের মুখে কিছু ধারালো জিনিসে জিভ কেটে যায়। দেখা যায় রসগোল্লার ভিতরে শামুকের খোলা। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদল এলাকায়।