লোধাশুলি বাজারে তাণ্ডব চালিয়ে বনদপ্তর এর কার্যালয়ে ঢুকলো দাঁতাল হাতি রামলাল।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- শনিবার সাতসকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি বাজার এলাকায় ছ নম্বর জাতীয় সড়কে বেশকিছুক্ষণ তাণ্ডব চালিয়ে সোজা বন দপ্তরের লোধাশুলি রেঞ্জ অফিসের ভিতরে ঢুকে পড়ে দাঁতাল হাতি রামলাল। রামলাল খাবারের সন্ধানে প্রকাশ্য দিবালোকে লোধাশুলি বাজারে ঢুকে পড়ে বলে স্থানীয় বাসিন্দারা জানান। এলাকায় থাকা দলছুট দাঁতাল হাতিটি রামলাল নামে পরিচিত। ৬ নম্বর জাতীয় সড়কে রামলাল দাপিয়ে বেড়ানোয় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সোজা লোধাশুলি বাজার দিয়ে ঢুকে পড়ে বনদপ্তর এর কার্যালয়ে। হাতিটি দাপিয়ে বেড়ানোয় বেশ কিছুক্ষণ দোকানপাট বন্ধ করে দেন স্থানীয় ব্যবসায়ীরা। বেশ কিছুক্ষণ হাতিটি ওই এলাকায় দাপিয়ে বেড়ায়। যার ফলে ওই এলাকায় আসা মানুষজন হাতির হামলার ভয়ে ছোটাছুটি করতে থাকে। অবশেষে রামলাল সোজা গিয়ে ঢুকে পড়ে বনদপ্তর এর লোধা শুলি রেঞ্জ অফিসে। যার ফলে বনদফতরের কর্মীরা আতংকিত হয়ে পড়েন।এছাড়াও শনিবার সকালে প্রায় ২৫টি দাঁতাল হাতি ঝাড়গ্রাম ব্লকের সালবনি এলাকায় কৃষ গার্ডেন এলাকায় ঢুকে পড়ে। শনিবার ছুটির দিন হওয়ায় বহু মানুষ কৃষ গার্ডেন এলাকায় বেড়াতে যায়। কিন্তু যেভাবে পঁচিশটি হাতির দল কৃষ গার্ডেন এ যাওয়ার রাস্তাটি অবরোধ করে রেখেছে তাতে কৃষ গার্ডেন এ ঘুরতে যেতে পারেনি অনেকেই ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। তবে ওই এলাকায় হাতির দলটি দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে ছেলেমেয়েদের নিয়ে কৃষ গার্ডেনে যেতে পারছে না অনেকেই।বনদপ্তর এর পক্ষ থেকে হাতির দল কে তাড়ানোর চেষ্টা করা হলেও হাতির দল টি ওই এলাকায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *