দীঘার পরিবেশকে অক্ষুন্ন রাখতে এবং পরিবেশকে সুস্থ রাখতে সাফাই অভিযানে নামল রাষ্ট্রীয় ক্যাডেড বাহিনী।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দীঘার পরিবেশকে অক্ষুন্ন রাখতে এবং পরিবেশকে সুস্থ রাখতে সাফাই অভিযানে নামল রাষ্ট্রীয় ক্যাডেড বাহিনী। রবিবার কাঁথি ৪৬ নম্বর বাংলা ব্যাটেলিয়ানের পক্ষ থেকে চারটি স্কুলের ছাত্র ছাত্রীরা এই সাফাই অভিযানে সামিল হয়। সেইসঙ্গে এনসিসির কমান্ডার উপস্থিত ছিলেন। তাঁদের কথায়, দিঘাতে বহু পর্যটক ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন এবং তারা অনেক সময় বহু প্লাস্টিক থার্মোকল ইত্যাদি ব্যবহার করছেন। যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি সমুদ্রের জলও দূষিত হচ্ছে। তাই সমাজকে সুস্থ রাখতে এবং পরিবেশকে স্বাভাবিক রাখতে তাদের এই ধরনের উদ্যোগ বলে জাতীয় ক্যাডার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও এই ব্যাপারটিকে পর্যটকরা বলছেন, এটা খুবই ভালো উদ্যোগ যেমনি স্থানীয় দোকানদারের সচেতন হতে হবে। আর তেমনি পর্যটকদেরও সচেতন হওয়া উচিত। কারণ, এই সমস্ত নোংরা আবর্জনা যেমন জলকে দূষণ করে। তেমনি পরিবেশ প্রদূষণ করছে এই সমুদ্রের জলে বহু পর্যটক স্নান করতে আসেন। তাই তাদের কথা ভেবে সাধারণ মানুষকে এই সচেতনতা দিক থেকে লক্ষ রেখে এগিয়ে আসা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *