দুঃস্থ মানুষদের সাহায্যার্থে বস্ত্র বিলি কর্মসূচি পালন করা হলো এ হান্নান চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে।

0
320

নিজস্ব সংবাদদাতা, মালদা:- দুঃস্থ মানুষদের সাহায্যার্থে বস্ত্র বিলি কর্মসূচি পালন করা হলো এ হান্নান চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে। পাশাপাশি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ওই সংস্থার পক্ষ থেকে। রবিবার কালিয়াচক ১ ব্লকের জালালপুর এলাকায় পাশাপাশি এদিন একটি স্থানীয় এলাকার মাদ্রাসা কর্তৃপক্ষকেও বিভিন্নভাবে সহযোগিতা করা হয় এ হান্নান চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে। ওই সংস্থার কর্ণধার আব্দুল হান্নান জানিয়েছেন, শীতের মরশুম শুরু হতেই এদিন দুঃস্থ মানুষদের কম্বল বিলি করা হয়েছে। পাশাপাশি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।