ব্যতি ক্রম এর উদ্যোগে রক্তদান শিবির কর্মসূচি বাঁকুড়ার কৃষক বাজারে।

0
486

আব্দুল হাই, বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে ক্রমশ প্রবল হচ্ছে সংকটের ছবি।এক ফোঁটা রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষ রোগীকে মৃত্যুবরণ করতে হয় ।রোগীর আত্মীয় পরিজনদের হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় এ প্রান্ত থেকে অন্যপ্রান্তে। এই কঠিন পরিস্থিতিতে রক্তের চাহিদা ও যোগানের সামঞ্জস্য বজায় রাখার জন্য এবং ‘রক্ত দান জীবনদান’ এই বাণীকে পাথেয় করে বাঁকুড়ার কৃষক বাজারে ব্যতিক্রম এর উদ্যোগে আজ রবিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে ২২৬ জনের উপর রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।