তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ,১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।

0
544

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে তিন জন কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। চন্দ্রকোনারোড এলাকার বাসিন্দা ওই তিনজনের বিরুদ্ধে চুরি ছিনতাই ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মেজ নামে এক কুখ্যাত দুস্কৃতি। তিনি দীর্ঘদিন ধরে ফেরার ছিলো ওই অভিযুক্ত।সোমবার রাতে মেজো বাড়িতে এসেছে বলে গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ রবিবার তার বাড়িতে হানা দিয়ে মেজোকে গ্রেপ্তার করে ।সেই সঙ্গে তার সহযোগী আরও দু’জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে চন্দ্রকোনা রোডে একাধিক চুরি ছিনতাইয়ের ঘটনায় ওই তিনজন জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। ওই তিন জন দুস্কৃতি কে পুলিশ গ্রেফতার করায় খুশি চন্দ্রকোনারোড এলাকার বাসিন্দারা। অভিযুক্তদের গড়বেতা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।