পথ নিরপত্তা সচেতনতা বাড়াতে ইন্দাস থানা পুলিশের উদ্যোগ।

0
324

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা ইন্দাস থানা পুলিশের উদ্যোগে পথ নিরপত্তা দিবস উপলক্ষে এদিন ইন্দাস চেকপোস্টে পুলিশ কর্মকর্তারা মোটরবাইক আরোহীদের হেলমেট পরার প্রয়োজনীয়তা কতটা বোঝাচ্ছেন। কোথাও আবার গাড়ির সিট বেল্ট বাঁধতে অনুরোধ করতে দেখা গেল। এক মোটরবাইক আরোহীকে বলেন নিজে বাঁচো এবং অপরকে বাঁচাতে নিজে হেলমেট পরুন।বর্ধমান থেকে বাঁকুড়ার দিকে যাওয়া একটি চার চাকার গাড়ির চালককে সিট বেল্ট বাঁধতে বলেছেন। পুলিশ কর্মকর্তারা চালককে বোঝাচ্ছেন যে সিট বেল্ট না বাঁধলে যে কোন মুহুর্তে বড়সড় দূর্ঘটনা ঘটতে পারে। ইন্দাস থানা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।