সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জাস্টিস আব্দুল গনিকে সংবর্ধনা দিল কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ।

0
333

নিজস্ব সংবাদদাতা, মালদা:- সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জাস্টিস আব্দুল গনিকে সংবর্ধনা দিল কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ। কালিয়াচক ১ পঞ্চায়েত অফিস চত্বরে সুজাপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক আব্দুল গনিকে সংবর্ধনা দেয় কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল দলের সভাপতি আতিউর রহমান। উপস্থিত  ছিলেন কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাজকেরা বিবি সহ সংশ্লিষ্ট এলাকার তৃণমূল দলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানেরা। এদিন তৃণমূল বিধায়ক আব্দুল গনিকে খাদির বস্ত্র পড়িয়ে এবং ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা জানানো হয় । পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে  সুজাপুরের তৃণমূল বিধায়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সুজাপুর বিধানসভা কেন্দ্রের ১৫ টি গ্রাম পঞ্চায়েতের  মধ্যে পানীয় জল, রাস্তা, নিকাশি নালার সার্বিক উন্নয়ন মূলক কর্মসূচির বিষয়ে একপ্রস্থর আলোচনা করেন বিধায়ক আব্দুল গনি।

কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান বলেন, বিধায়ক হওয়ার আব্দুল গনি সাহেবকে  আমরা সম্বর্ধনা জানালাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। উনার সঙ্গে এলাকার সমস্ত সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে। স্বাস্থ্য, রাস্তা সহ সার্বিক উন্নয়নে জোর দেওয়া হয়েছে।