মহীনের ঘোড়াগুলো ঘাস খেতে আসে আজও : ঝুমা মজুমদার চৌধুরী।

0
358

যাই বললেই কি যাওয়া যায়, প্রচ্ছন্ন নৈঋত কালো হয়ে আছে, শুধু শুনি মেঘ কাজরী গান গায়
সকাল থেকে সন্ধ্যে কত যে দায় নিরঙ্কুশ
দেখি একদিন চলে যাব ঠিক ডাঙ্গরজুড়ীর
ভোরের ঠিকানায়, ভেজা কাঞ্চন স্নেহার্দ্র ডাক
মেঘ আসে জানালায়…চলে এসো,
এখানে এখন চালতা ফুল,নাগকেশরের আলো, রাত নামলে বৈঁচি বনের জোনাক,আরও গভীরে বাজে লখাই মুর্মুর বাঁশি,জানোই তো
সে অন্ধ ,আনারস ফুল দেখেছো কখনও?

অমনি মেঘ উড়ে আকাশে কাঁটাতার
বরং তুমি এসো শহরে, নিয়ে যাব খয়রাবাড়ির
ঝিলে, অবাক হবে বক সাদা চুল সাদা বেশ
স্থির জলে ঈশ্বর দেখে, তারপর নিউটাউনের
নূতন কফি হাউস দেখতে চেয়েছিলে যে!
শেষের কবিতারা পেয়ালা ধোঁয়ায় স্বপ্নকল্প পাখি
আকাশে উড়ছে, ওদের তো মধ্যাকর্ষণ নেই!
মন খারাপ কোরো না,পান করেছিলে তো
কত মগ্ন গোধূলি , পৃথিবীতে এখনও নেমে আসে অলৌকিক আলো , কার্তিক মাঠ ফসল জোছনায়
মহীনের ঘোড়াগুলো ঘাস খেতে আসে আজও l