চোলাইয়ের বিরুদ্ধে সমুদ্র সৈকত দীঘায় আবগারী দপ্তরের সচেতনতা প্রচার।

0
373

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- এক দিকে বিষাক্ত চোলাই মদ,অন্যদিকে জাল মদ খেয়ে বহু মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছেন, যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। কারণ বেশি লাভের আশায় চোলাই কারবারীরা বিষাক্ত বিভিন্ন পদার্থ মিশিয়ে দেয় চোলাইয়ের সাথে যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর। এর ফলে নানান রোগ সৃষ্টি হয়, মৃত্যুও পর্যন্ত হতে পারে এই বিষক্রিয়া মদ পান করে। সে কারনে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা আবগারি দফতরের পক্ষ থেকে পাপেট শো এর মধ্য দিয়ে চোলাই কারীবারীদের বিরুদ্ধে এলাকার সচেতন নাগরীকদের প্রতিরোধ করার ডাক দেয়। তাঁরা যেন বৈধ সরকারী লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে মদ খায়, কোনোপ্রকার অবৈধ দোকান বা চোলাইয়ের ঠেকে গিয়ে মদ কিনে না খায় এমনই সতর্ক করল দীঘা আবগারি দফতর। দীঘা আবগারি দফতরের ওসি হেমাঙ্গ ডাঙ্গুরিয়া জানান, এমন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীদের সমাজের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। পাশপাশি, সম্মানজনক পেশা অবলম্বন করে মাথা উুঁচু করে বাঁচার আহ্বান জানায়। যে কারনে চোলাই মদের ওপর নিষেধাজ্ঞা জারি করে চোলাই মদ পান করা থেকে বিরত থাকা, চোলাই মদ বিক্রি, পর্যন্ত বন্ধ করার ডাক দিয়ে দীঘায় সচেতনতা মূলক প্রচার চালানো হয়।