নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- গত শনিবার থেকে নিখোঁজ থাকার পর অবশেষে শুক্রবার বিকেলে সাত বছরের শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৪ নম্বর উড়িয়াসাই অঞ্চলের গড়বেরিয়া এলাকায়, জানা গিয়েছে ওই মৃত শিশুর নাম অনিমেষ লহবর,পরিবার সূত্রে জানা গিয়েছে গত শনিবার মাঠে খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি ওই শিশু, এরপর পরিবারের তরফ থেকে লিখিত আকারে জানানো হয় পুলিশকে, পুলিশের তদন্ত চলাকালীন শুক্রবার বিকেলে গড়বেরিয়া জঙ্গলে হাত বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ গিয়ে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে, পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত শুরু করে, অন্যদিকে এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারের।