শান্তিপুর প্রফুল্ল নগর এলাকায় সংবাদ মাধ্যমের খবরের জেরে রেশন কার্ডের পরিভাষায় মৃত থেকে জীবিত হয়ে উঠলো একই পরিবারের দুই সদস্য।

0
291

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সংবাদ মাধ্যমের খবরে জেরে নড়েচড়ে বসল খাদ্য দপ্তর। রেশন কার্ডের পরিভাষায় নতুন করে জীবন ফিরে পেল দুই মৃত ব্যক্তি। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্ল নগর এলাকার ঘটনা। জানা যায় প্রফুল্ল নগর এলাকার বাসিন্দা কৌশিক সরকার এবং তার মা রঞ্জিত সরকার। গত একমাস আগে তারা জানতে পারে তারা বেঁচে থাকতেও তাদের রেশন কার্ডে মৃত বলে দেখানো হয়েছে। এরপরই তারা নিজেদেরকে জীবিত প্রমাণ করতে একাধিকবার খাদ্য দপ্তর থেকে শুরু করে শান্তিপুর ব্লক উন্নয়ন আধিকারিক সহ মহাকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। কিন্তু লিখিতভাবে প্রশাসনের দরজায় কড়া নাড়লো কোনো সুরাহা হয় নি। একদিকে যেমন সহকারী জিনিসপত্র তা থেকে বঞ্চিত হচ্ছিল তারা অন্যদিকে, বিভিন্ন কাজের ক্ষেত্রেও প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড তারা জমা দিতে পারছিল না। অবশেষে নিরুপায় হয়ে তারা সংবাদমাধ্যমে দ্বারস্থ হয়। সংবাদমাধ্যমে খবরটি ছাপানোর পরেই নড়েচড়ে বসে খাদ্য দপ্তর। সূত্রের খবর তার কয়েক ঘন্টা পরেই পুনরায় তাদেরকে রেশন কার্ডে জীবিত বলে দেখানো হয়। স্বাভাবিকভাবেই পরিবারের তরফ থেকে সংবাদমাধ্যমকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে তারা।