নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- নদীয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর করে রুগীর বাড়ির আত্মীয় পরিজনরা । মূলত অভিযোগ নদীয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত 81/2 জয়নাল আবেদিন রোডের চাঁদ সড়ক এলাকায় টিউলিপ নার্সিংহোমে। কৃষ্ণগঞ্জ থেকে আসা 18 বছরের একটি প্রসূতি মহিলাকে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থা অবনতি হলে অন্য নার্সিংহোমের টান্সফার করা হয় । কিন্তু সেই নার্সিংহোমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে কর্মরত ডাক্তার।তারপরে ফের পুনরায় টিউলিপ নার্সিং হোমে আনা হয় এবং সেখানেই রোগীর পরিজনরা মারধর এবং হাসপাতালে ভাঙচুর করে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। তবে প্রসূতি মহিলা মারা গেলেও বাচ্চাটি সুস্থ আছে বলে জানা যায় । যদিও সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । যদিও গোটা ঘটনার তদন্ত নেমেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।
প্রসূতি মহিলার মৃত্যু ঘিরে গাফিলতির অভিযোগ তুলে বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর।

Leave a Reply