নদীয়ার হবিবপুরে দীর্ঘদিন ধরে ট্রেনের অ্যানাউন্সমেন্ট না হওয়ার কারণে ক্ষোভ নিত্যযাত্রীদের।

0
459

নিজস্ব সংবাদদাতা,নদীয়া :- দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন নিত্যযাত্রীরা। স্টেশনে নেই ট্রেন সংক্রান্ত কোনো ঘোষণা। পেছনে রয়েছে একাধিক টাইম টেবিল ঘড়ি কিন্তু তা অকেজো। ঘোষণার জন্য রয়েছে মাইক তাতে কোনো ঘোষণা হয় না। এমনটাই অভিযোগ একাধিক নিত্যযাত্রীদের। ঘটনাটি শিয়ালদা ডিভিশনের শিয়ালদা শান্তিপুর লাইনের হবিবপুর স্টেশনে। এ বিষয় নিয়ে অভিযোগ জানালেও হবিবপুর স্টেশন কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। সমস্যার কথা জানাতে গেলেই জানান স্টেশন স্টেশন মাস্টার নেই। দীর্ঘদিনের সমস্যায় ভুগছেন এলাকার মানুষ। সাধারণত রানাঘাট এক নম্বর ব্লকের মধ্যে পড়ছে হবিবপুর স্টেশন। ঢাকা এক নাম্বার ব্লক কৃষিভিত্তিক এলাকা। যার ফলে এখানে অধিকাংশ মানুষ ট্রেনের টাইমটেবিল দেখে যেতে পারেন না। তারা নির্ভর করেন ট্রেনের এন্ডোর্সমেন্টৈর উপর। আর সেই হ্যারাসমেন্টের হচ্ছে না দীর্ঘ প্রায় দু’বছর ধরে। এমনটাই অভিযোগ নিত্যযাত্রীদের। এই সাধারন মানুষগুলো সর্বদায় সমস্যায় পড়ছেন। কোন ট্রেন গেল পিন কোন ট্রেনটি কোথায় যাবে না বুঝে ট্রেনে উঠে পড়েছেন এবং টিকিট চেকার দের হাতে জরিমানা দিতে হচ্ছে।সাধারণ মানুষের দাবি পরিষেবা সঠিকভাবে যেন তারা পায় সেই দিকেই নজর দিতে বলছেন রেল কর্তৃপক্ষকে ।