খড়্গপুর আইআইটি র সমাবর্তন এর দিনই বিজেপির মজদুর সংঘের অবস্থান বিক্ষোভ ।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- শনিবার খড়্গপুর আইআইটি র ৬৭ তম সমাবর্তনে যোগ দিতে আসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । আর এদিনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আইআইটি র মূল ফটকের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি প্রভাবিত ভারত মজদুর সংঘের সমর্থকরা। এদিন সকাল থেকেই গেটের সামনে ব্যানার , ফেস্টুন নিয়ে কয়েকশ সমর্থক ধর্নায় বসে যান। এতে নেতৃত্ব দেন বিজেপির খড়্গপুর গ্রামীণ মন্ডলের সভাপতি প্রভাস ঘোষ ।
পুলিশের সঙ্গে কয়েক দফায় বিক্ষোভ কারীদের গোলমাল বাধে। তবু তাঁরা সেখান থেকে উঠে যেতে নারাজ । যেভাবেই হোক তাঁরা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেবেন।
নিজেদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি সামাল দিতে এদিন প্রচুর পুলিশ মোতায়েন করা হয় খড়গপুর আইআইটি চত্বরে।
যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  সমাবর্তন শেষে কেন্দ্রীয় মন্ত্রী ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *