ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচল ব্যাহত দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চালানো সিপিআইএম দলের কাছে কৈফিয়ৎ চাইবে শান্তিপুর পৌরসভা।

0
395

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- বামপন্থী সাংস্কৃতিক সংগঠন ভারতীয় গণনাট্য সংঘের অষ্টম জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য কর্মসূচি হিসেবে নদীয়ার শান্তিপুরে কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রের সামনে রাস্তার পাশে ফুটপাতে জুড়ে দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেরই অভিযোগ, রাস্তাজুড়ে সংস্কৃতিক অনুষ্ঠান হলে তৈরি হতে পারে যানজট।সেক্ষেত্রে বিকল্প ভাবনা চিন্তা করা যেতো। তা বাদেও কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্র মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে জায়গা, তবু পথচলতি পথচারীদের দের ব্যাঘাত ঘটিয়ে সাধারণমানুষ-এর বিরম্বনায় ফেলেছেন সিপিআইএম। যদিও এ বিষয়ে সিপিএমের শান্তিপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলার এবং শান্তিপুর পৌরসভার প্রাক্তন বিরোধী দলনেতা সম্পাদক সৌমেন মাহাতো বলেছেন,’ এর আগে এই ভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক দল একাধিকবার কর্মসূচি চলে এসো। ভারতীয় গণনাট্য সংঘের অষ্টম জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য কর্মসূচি হিসেবে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে, তাতে আমার মনে হয় না, কারো কোন অসুবিধা হবে।’ ফুটপাথ দখল করে নাটক সহ সংস্কৃতিক অনুষ্ঠান করার বিষয় নিয়ে ইতিমধ্যেই শান্তিপুরের মানুষ প্রশ্ন তুলেছেন সিপিএমের মতো দায়িত্বপূর্ণ পার্টি এই ধরনের কাজ করে কি করে কি করে? বিশেষ করে অন্য বিকল্প জায়গা থাকা সত্ত্বেও কেন তারা ফুটপাথ দখল করে মানুষের অসুবিধা তৈরি করে এই ধরনের কর্মসূচি নিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ।যদিও এই প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার মুখ্য প্রশাসক সুব্রত ঘোষ বলেছেন,’ পুরসভার কাছ থেকেও কোনো অনুমতি না নিয়ে ফুটপাথ দখল করে একটা দায়িত্বপূর্ণ রাজনৈতিক দল কি করে এই ধরনের কর্মসূচি গ্রহণ করে, তার জন্য আমরা ওই রাজনৈতিক দলের কাছে জানতে চাইব। এবং প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’