ময়ূরেশ্বর থানার পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ।

0
330

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- বীরভূমের ময়ূরেশ্বর থানার পক্ষ থেকে ময়ূরেশ্বর কোটাসুর সহ বিভিন্ন এলাকা জুড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন এলাকা জুড়ে বাইক রেলি করা হল । উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর থানার পুলিশ আধিকারিক গন, এর পাশাপাশি ময়ূরেশ্বর থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার্স গন । বেশ কিছু সচেতনতা মূলক বার্তা প্রচার করা হয় এদিন সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে । মূলত দুর্ঘটনা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে ।
ছবি ও তথ্য- সুকান্ত রায়, কোটাসুর, ময়ূরেশ্বর, বীরভূম ।