রবিবাসরীয় সকালে প্রাক প্রাথমিকে ভর্তির লটারী হল জলপাইগুড়ির সদর গার্লস প্রাথমিক বিদ্যালয়ে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-রবিবাসরীয় সকালে প্রাক প্রাথমিকে ভর্তির লটারী হল জলপাইগুড়ির সদর গার্লস প্রাথমিক বিদ্যালয়ে। ভর্তির লটারি প্রক্রিয়ায় হাজির রইলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লৈখ্যমোহন রায়। অভিভাবকদের উপস্থিতিতে এদিন লটারির প্রক্রিয়া চলে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিকে আসন রয়েছে ১০০ টি। এদিকে ফর্ম জমা পড়েছে ৫০৪ টি। এদিন লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারিত হয় খুদে পড়ুয়াদের।প্রধান শিক্ষক অরূপ দে বলেন, আগামী ২২ থেকে ২৪ শে ডিসেম্বর ভর্তির প্রক্রিয়া চলবে। শিশু ব্যতিরেকে অভিভাবকরা ভর্তি করাতে আসবেন। সরকারী নির্দেশিকা ও কোভিড প্রোটোকল মেনেই সব কাজ হচ্ছে বলে দাবি অরূপবাবুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *