সদাইপুর থানার পক্ষ থেকে অবৈধ ভাবে বালি রুখতে ড্রোনের সাহায্যে নজরদারি।

0
343

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বালি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে আজ বীরভূম জেলার সদাইপুর থানার পক্ষ থেকে ঐ থানা এলাকার বিভিন্ন নদীতে ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হয়। ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখা হয় এই নদীর তীর গুলোতে অবৈধ ভাবে বালি তোলা হচ্ছে কিনা। উল্লেখ্য, প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নদী থেকে বালি তোলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হানা দেয় বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। এদিন সেখানে উপস্থিত ছিলেন সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া। প্রশাসনের নির্দেশে এখন প্রতিটি নদী থেকে বালি তোলা নিষিদ্ধ রয়েছে। কিন্তু সেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বার বার অভিযোগ উঠেছে নদীগর্ভ বালি তুলছে বালি মাফিয়ারা। তাই আজ সদাইপুর থানার পুলিশ ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালায়।