সবজী ক্ষেতে জালে জড়িয়ে লক্ষ্মী পেঁচা।।

0
697

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সবজী ক্ষেতে জালে জড়িয়ে পড়লো একটি লক্ষ্মী পেঁচা। জাল থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করে। তাতেই আহত হয় ওই পেঁচাটি। লাউয়ের ক্ষেতে পাখির ঝটপট আওয়াজ শুনে ক্ষেত মালিকের পরিবারের সদস্যরা ছুটে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় একটি পেঁচা জালে জড়িয়ে রয়েছে। তারা খবর দেন জীব বৈচিত্র্য রক্ষাকারী সমাজ কর্মীদের। তাঁরা এসে ওই পেঁচাটি কে উদ্ধার করে। বাড়ি নিয়ে এসে সেবা শুশ্রূষা করেন। খবর দেওয়া হয় বনদপ্তরকে। শনিবার জয়নগরের ময়দার ঘটনা। জীব বৈচিত্র্য রক্ষাকারি সমাজ কর্মীদের তরফে সমরেন্দ্র চক্রবর্তী জানান, ইঁদুর ধরতে আসা এই পেঁচারা চাষি ভাইদের বিশেষ বন্ধু। ইঁদুর, ক্ষতিকর পোকামাকড় খেয়ে এরা চাষীর উপকারই করে। জাল দিয়ে মাচা করার বিষয়টা ভেবে দেখতে বলবো চাষী ভাইদের। না হলে এমন উপকারি জীব নিশ্চিহ্ন হয়ে পড়বে। এদিন ময়দার একটি লাউয়ের ক্ষেতে ইঁদুর ধরতে এসে লাউয়ের মাচায় তারের জালে আটকে পড়েছিল ওই পেঁচা। এখানে হুতুম, লক্ষ্মী পেঁচা সহ বিভিন্ন প্রজাতির প্রচুর পেঁচা আছে। এই লক্ষ্মী পেঁচাটি জালে আটকে পড়ে। ঘটনার খবর যায় ময়দার তপন নস্করের কাছে। তপনবাবু বিষয়টি জানান। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়। জীব বৈচিত্র্য রক্ষাকারি সমাজ কর্মী সম্পর্ক চক্রবর্ত্তী, মানু মণ্ডল ও কৃষ্ণা পাত্র সেখানে গিয়ে ওই পেঁচাটিকে উদ্ধার করেন।পেঁচাটি সুস্থ হলে তাকে ছেড়ে দেওয়া হবে।