নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া জেলার কোতুলপুরের বালিঠা গ্রামে কয়েকদিন আগেই আত্মহত্যা করেছিলো তাপস কটাল তাই তাপস কোটালকে দলে টানতে মরিয়া সব রাজনৈতিক দল সেই উপলক্ষে আজ20 শে ডিসেম্বর বালিঠা গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঢোকার আগেই কোতুলপুর এর জলিঠা মরে বিশাল পুলিশবাহিনী শুভেন্দু অধিকারীর পথ আটকায় বিশাল পুলিশবাহিনী পথ আটকানো দেখে শুভেন্দু অধিকারী বিজেপির দলীয় কার্যালয়ে উপস্থিত হন। কুড়ি মিনিট পর পুনরায় বালিঠা গ্রামের উদ্দেশ্যে রওনা হলে বিশাল পুলিশবাহিনী জলিঠা মোরে শুভেন্দু অধিকারীর পথ আটকায় বেশ কিছুক্ষণ ধরে বাকবিতন্ডা চলে কিছু লোক জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকে আবার কিছু ব্যক্তি গো ব্যাক স্লোগান তোলেন শুভেন্দু অধিকারী পুলিশকে একহাত নেন তিনি বলেন মমতা ব্যানার্জির পুলিশ পথ আটকে আছে মমতা ব্যানার্জি পুলিশদের পয়সা দেয়। এছাড়াও শুভেন্দু অধিকারী কে কালোপতাকা দেখানো হয় এবং আরো সাধারণ মানুষের পক্ষ থেকে জানানো স্লোগান দেওয়া হয় চোর চোর চোরটা শিশির অধিকারী ছেলেটা এই শ্লোগান তুলতে থাকে কিছুক্ষণ ধরে পুলিশ এবং শুভেন্দু অধিকারী সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা চলে অবশেষে শুভেন্দু অধিকারী কে ফিরে যেতে হয়।