নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার IOC তে ভয়াবহ আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শিল্প শহর এলাকা জুড়ে, জানা গিয়েছে ইতিমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে,আহত কমপক্ষে ৪০ জন, জানা গিয়েছে কাজ চলাকালীন আগুন ছিটকে ন্যাপথা ইউনিটে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় এবং এই আগুন ভয়াবহ রূপ ধারণ করে, ইতিমধ্যেই কর্মরত কর্মচারীদের তৎপরতায় আহতদের উদ্ধার করে দুর্গাচক হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে তমলুক জেলা হাসপাতাল এবং কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এবং বিশাল পুলিশবাহিনী।