নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আর ২ দিন পর বড়দিন। সেই উপলক্ষ্যে গাজোল ব্লকের শিবাজি নগর ক্যাথলিক চার্চে শুরু হয়েছে প্রস্তুতি। গোটা চার্চ চত্বর সাজিয়ে তোলা হচ্ছে। এখন চার্চের প্রশাসনিক কর্তা থেকে শুরু করে সাধারণ কর্মিরা সব ব্যস্ত সাজিয়ে তোলার কাজে। আগামী ২৪ ডিসেম্বর সন্ধেয় মোমবাতি জ্বালিয়ে দিনটি উদযাপন করা হবে। রাতে হবে বিশেষ প্রার্থনা। পরের দিন ২৫ ডিসেম্বর বড় করে প্রার্থনার আয়োজন করা হয়। হাজার হাজার খ্রীষ্ট ধর্মপ্রাণ মানুষ ভিড় জমিয়ে থাকেন। চার্চের চার্জ ইনচার্জ রাফায়েল লাখরা বলেন, ‘যীশু খ্রীষ্ট বিশ্বে আনন্দ ও শান্তির বার্তা নিয়ে হাজির হয়েছিলেন। আমরা বড়দিনে সুখ ও শান্তির বার্তা নিয়ে বিশেষ প্রার্থনা করে থাকি। এখন গোটা চার্চ চত্বর সাজিয়ে তোলার কাজ চলছে।’