নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- নদীয়ার সান্যালচরে ভাগীরথীর চর থেকে অবৈধভাবে বালি তোলার ট্রলার আটক করলো চাকদহের আই.সি এবং বি এল আর ও. তিনি জানান, স্থানীয় অধিবাসীদের সাথে কথা বলে একটি তালিকা প্রস্তুত করা হয় যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে। এবং সম্পূর্ণ গোপনভাবে আজ খবর পাওয়া মাত্রই হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।