কৃষকদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য প্রদান করা সহ সাত দফা দাবিতে নবদ্বীপ ব্লক ডেভেলপমেন্ট অফিসার কে ডেপুটেশন প্রদান ভারতীয় জনতা কিষাণ মোর্চার।

0
437

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- কৃষকদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য প্রদান সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে বিনামূল্যে সার ও বীজ বন্টন করার দাবিসহ সাত দফা দাবিতে শুক্রবার দুপুরে নদীয়ার নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসার কে লিখিত আকারে ডেপুটেশন দেওয়া হল ভারতীয় জনতা পার্টির নদিয়া জেলা কিষান মোর্চার পক্ষ থেকে। এই দিন দুপুরে কিষান মোর্চার ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া উত্তর জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দি সহ নবদ্বীপ ব্লক ও জেলা বিজেপির নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। কৃষকদের স্বার্থে তাদের এই দাবি প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে মেনে না নেওয়া হলে আগামী দিনের সারা রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি কিষান মোর্চা বলে এই দিনের ডেপুটেশন কর্মসূচিতে যোগদান করতে এসে জানান নদিয়া উত্তর জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দি।