২৬০ জন দুঃস্থ অসহায়দের কম্বল বিতরণ।

0
293

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার জয়রামপুর উদ্যোগে ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ও শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এর পূর্ণ সহযোগিতা আজ 260 জন দুস্থ মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজ মাননীয় অঞ্জন মহাপাত্র ,
বিশিষ্ট লেখিকা মাননীয়া সম্পূর্ণা মুখার্জি, অবসরপ্রাপ্ত
commandant (CRPF) মাননীয়া শংকর সেন গুপ্ত
ও বিশিষ্ট সমাজসেবী দিল খান , এছাড়াও নব দিগন্ত, শিবাঙ্গী হেলপিং হ্যান্ডস, প্রভৃতি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।