সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু ইন্দাসে।

0
288

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে।এদিন ইন্দাস ব্লকের আকুই ১নং অঞ্চলে আকুই ওমেন এসএইচজি আনন্দ ধারা সংঘের সহযোগিতায় প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনে। কৃষকেরা কুইন্টাল প্রতি ১৯৪০ টাকা করে দাম পাচ্ছেন। এরফলে চাষীরা উপকৃত হবেন। এই সময় সহায়ক মূল্যে ধান কেনা না হলে কৃষকদের ধান ঘরেই থেকে যেত। কৃষকেরা বলেন, বাড়ির কাছাকাছি ধান কেনায় আমরা খুবই খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here