ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো ফালাকাটার কমিউনিটি হলে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো ফালাকাটার কমিউনিটি হলে।মঙ্গলবার তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সম্মেলনের মাধ্যমে শুরু হয়ে গেল শাসকদলের ভোটের প্রস্তুতি। এদিন শহরের কমিউনিটি হলে এক হাজারেরও বেশি যুব নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে যুব সংগঠন আওয়াজ তুলেছে, ফালাকাটা পুরসভা নির্বাচনে বিরোধীদের ১৮-০ গোল দিতেই হবে। এই শপথ নিয়েই যুবরা ময়দানে ঝাঁপিয়ে পড়বেন বলে তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি শুভব্রত দে জানিয়েছেন। এদিনের সম্মেলনে তৃণমূল যুবর জেলা সভাপতি রাজকমল ভগত, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ রায় সহ জেলা ও ব্লকস্তরের একঝাঁক নেতানেত্রী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *