ফেকো এলাকায় জাতীয় সড়কের ধারে ব্যাগ থেকে তার বেরিয়ে থাকায় বোমাতঙ্ক!

0
282

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার ফেকো এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের ধারে ব্যাগ থেকে তার বেরিয়ে রয়েছে বলে দেখতে পায় পথচলতি মানুষ। খবর দেওয়া হয় ঝাড়্গ্রাম থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়্গ্রাম থানার পুলিশ। ঘটনা স্থলে গিয়ে পুরো এলাকাটি ঘিরে দেয় পুলিশ। ঘটনাস্থলে যায় মেদিনীপুর থেকে বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। যার ফলে ওই এলাকায় বোমাতংক এর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝাড়্গ্রাম থানার ফেকোতে প্রতি মঙ্গলবার বৃহত্তর হাট বসে।ওই হাটে হাজার হাজার মানুষ শামিল হন। ঝাড়গ্রাম থানার চন্দ্রী মোড় থেকে ফেকো হাট যাওয়ার মাঝেই রাস্তার মুখেই রাস্তার ধারে বোমাতঙ্কের ঘটনায় রীতিমতো গোটা এলাকা জুড়ে আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে ছ নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচলে কোন বিঘ্ন ঘটে নি । যানবাহন চলাচল ছিল স্বাভাবিক মেদিনীপুর থেকে আসা বোম ডিসপোজাল স্কোয়ার্ড এর সদস্যরা ঘটনাস্থলে এসে ওই ব্যাগ থেকে কোন কিছুই পায়নি। যার ফলে এলাকায় স্বস্তি ফিরে আসে, মানুষের মন থেকে আতঙ্ক দূর হয়।