সারাদেশ ও রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও পালিত হলো জাতীয় কংগ্রেসের ১৩৭তম প্রতিষ্ঠা দিবস।

0
347

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ২৮শে ডিসেম্বর সারাদেশ ও রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও পালিত হলো জাতীয় কংগ্রেসের ১৩৭তম প্রতিষ্ঠা দিবস। মঙ্গলবার সকালে মালদা শহরের বি.এস রোড এলাকায় হায়াত ভবন জেলা কার্যালয় প্রথমে জাতীয় পতাকা উত্তোলন তারপর কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে দিনটিকে শ্রদ্ধা জানাই মালদা জেলা জাতীয় কংগ্রেস। পতাকা উত্তোলন করেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাশেম খান চৌধুরী। সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কালী সাধন রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।
পরে কেক কেটে সকলের মধ্যে কেক বিতরণ করা হয়।