নদীয়া শান্তিপুর দিব্য ডাঙ্গা গ্রামের মাঝে রক্তার্পণ উৎসব, সাথে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রক্তাপর্ণ উৎসব 2021 আয়োজনে শান্তিপুর বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের দিব্য ডাঙ্গার অরুণোদয় সংঘের। বুধবার এই মহতি রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। শান্তিপুর ব্লকের সভাপতি নিমাই বিশ্বাস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। বুধবার সকাল 11 টা থেকে শুরু হয় এই মহতি রক্তদান শিবির। প্রত্যেক বছরই অরুণোদয় সংঘের এই মহতি রক্তদান শিবির এক উৎসবের চেহারা নেয় দিব্য ডাঙ্গা গ্রামে, এ বছরেও তারা আয়োজন করেছে এই মহতী রক্তদান শিবির পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে অরুনাদয় সংঘ। এখনো পর্যন্ত অনেকেই এই রক্তদান শিবিরে রক্ত দান করেছেন, বেলা বাড়ার সাথে সাথে রক্তদাতাদের সংখ্যাটাও বাড়বে অনেকটাই। যদিও একশরও বেশি রক্তদাতা রক্তদান করতে পারবেন এই রক্তদান শিবিরে এমনটাই জানান উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *