শীতলকুচি ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের ফাঁসির দাবিতে স্মারকলিপি প্রদান বিশ্ব হিন্দু পরিষদের।

0
238

মনিরুল হক, কোচবিহার: গত ২১ শে ডিসেম্বর শীতলকুচির এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হন। পরবর্তী সময়ে পুলিশের তৎপরতায় ধর্ষণকাণ্ডে ৩ অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হয় শীতলকুচি থানার পুলিশ। বর্তমানে অভিযুক্তরা পুলিশি রিমান্ডে আছে। ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ফাঁসির দাবিতে আজ মাথাভাঙা মহকুমা শাসক অচিন্ত্যকুমার হাজরার কাছে এক ডেপুটেশন দিল বিশ্ব হিন্দু পরিষদ।

এদিনের এই ডেপুটেশন কর্মসুচিতে নেতৃত্ব দেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা যোগেন রায়, প্রভাত দেবনাথ, কৌশিক দাস, জগদীশ ঈশোর, অনন্ত রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন এই ডেপুটেশনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল মাথাভান্মগা মহকুমা শাসকের দপ্তরের সামনে।

বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কোচবিহার জেলা নেতা যোগেন রায় বলেন, গত ২১ শে ডিসেম্বর যেভাবে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ফাঁসি দিতে হবে বলে জানান। নইলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here