একটি ছোট্ট সেতু বনবস্তিবাসীদের রক্ষা করছে বন্যপ্রাণীর আক্রমণ থেকে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ধুপগুড়ি ব্লকের সালবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেলাবস্তি এবং খুটলুং বনবস্তি ,এই দুই বনবস্তিবাসীদের দিনে রাতে মূল বাজার দুরামারিতে যাতায়াত করতে হতো মরাঘাট রেঞ্জ এর খুটটিমারী জঙ্গলের মধ্যে দিয়ে, যে জঙ্গলে বুনো হাতির অবস্থান ,এছাড়াও মাঝে মধ্যেই আনাগোনা লেগে থাকে অন্যান্য বন্য জীবজন্তুদের, এরই মধ্যে দিয়ে রাত বিরেতে বনবস্তির কেউ অসুস্থ্য হলে এই জঙ্গল পথেই সেই রুগীকে নিয়ে যেতে হতো দুরামারী স্বাস্থ্য কেন্দ্রে, স্কুল কলেজ ফেরত ছাত্রছাত্রীদের বাড়ি ফিরতে সন্ধ্যে হলেই পরিবারের কপালে পরতো দুঃসচিন্তার ভাঁজ,কারণ জঙ্গল পথ ধরেই ঘরে ফিরতে হবে সন্তানকে।
তবে সালবাড়ী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নির্মিত ননাই নদীর ওপর সেতুটি আজ এই সব সমস্যা এবং বন্য প্রাণীর আক্রমণের হাত থেকে কার্যত বাঁচিয়ে দিয়েছে, দুই বনবস্তির অধিবাসীদের।
এই প্রসঙ্গে এলাকাবাসী জগদানন্দ রায় জানান, ননাই নদীর ওপর নির্মিত এই ছোট্ট সেতু বদলে দিয়েছে দুটি বনবস্তিতে থাকা মানুষের যাতায়াত ব্যবস্থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *