নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- এটিএম ভেঙে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর তমলুক থানার ডিমারিহাট এলাকায়, বিশেষ সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে হলদিয়ার মেচেদা রাজ্য সড়কের পাশে ডিমারিহাট এলাকায় এটিএম থেকে টাকা লুট করে দুষ্কৃতীরা, জানা গিয়েছে দুষ্কৃতীরা প্রথমে সিসিটিভি ক্যামেরায় লাল রং স্প্রে করে, তারপর মারি কোন বস্তু দিয়ে এটিএম মেশিনে সমস্ত টাকা লুট করে চম্পট দেয়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার বিশাল পুলিশবাহিনী, অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়, এলাকাবাসীরা পুলিশি নিষ্ক্রিয়তার প্রশ্ন তুলছেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা এটিএম ভেঙে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো শিল্পশহর তমলুক এলাকায়।