বৃহস্পতিবার সকাল থেকে শীত ও বৃষ্টির কারণে রাস্তায় মানুষের আনাগোনা ছিল খুবই কম।

0
422

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নিম্নচাপের জেরে ঝির ঝিরে বৃষ্টি আলিপুরদুয়ার জেলা জুড়ে। বৃষ্টির জেরে তাপমাত্রা নেমেছে অনেকটাই। জাঁকিয়ে বসেছে শীত।বৃহস্পতিবার সকাল থেকে শীত ও বৃষ্টির কারণে রাস্তায় মানুষের আনাগোনা ছিল খুবই কম। এদিন সকালে প্রাতঃভ্রমণ করতেও দেখা মেলেনি অনেকের। ঝির ঝিরে বৃষ্টির কারণে বারে শীত। এর ফলে এদিন সকাল থেকেই শুনসান ছিল রাস্তাঘাট।এর পাশাপাশি বৃষ্টির কারণে সরষে চাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের। এই সময় সরষে গাছে ফুটেছে ফুল। এই বৃষ্টির ফলে সেই ফুল ঝরে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। তবে এদিন সকালে নেমেছে শীত। আর এই শীতে কাবু গবাদি পশু থেকে সাধারণ মানুষ।