আদিবাসী খেরওয়াল তুকৌ মিলন উৎসব, শিউলিবনাতে।

0
607

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে শুশুনিয়া পাহাড়ের লাগোয়া একটি গ্রাম, শিউলিবনা। প্রতিবছর পুরানো বর্ষকে বিদায় এবং নতুন বর্ষ কে আমন্ত্রণ জানাতে। বছরের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর এবং ১লা জানুয়ারি সময়িতা মঠের এর পরিচালনায় আদিবাসী খেরওয়াল তুকৌ মিলন উৎসব শিউলিবনাতে অনুষ্ঠিত হয়। 1995 সালের 1 জানুয়ারি এই অনুষ্ঠানটি সুচনা হয়। 1995 সালে শময়িতা মঠের প্রভুজি শিউলিবনা গ্রামে আসেন। এবং এই গ্রামে প্রভুজি কে ধারতি বাবা বলে সংবর্ধনা দেওয়া হয়। প্রথমে এই অনুষ্ঠান শুধুমাত্র একদিন হলেও পরবর্তীকালে এই অনুষ্ঠান দুদিন ধরে চলে।