বছরের শেষ দিনে আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সচেতন করলেন চন্দ্রকোনা দু’নম্বর BDO।

0
482

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- রাত পোহালেই নতুন বছরের আগমন,আর বছরের শেষ দিন অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি করোনা তৃতীয় ঢেউ নিয়ে সচেতন করলেন চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ, মূলত একেই হাড় কাঁপানো ঠান্ডা তারই মাঝে করোনা তৃতীয় ঢেউ তাই দুপুর থেকেই ওইসব আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি করোনা সচেতনতায় সাধারণ মানুষকে সচেতন করলেন বিডিও, তিনি বলেন যাতে তারা বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাক্স পরিধারণ করার পাশাপাশি স্যানিটাইজার ব্যবহার করে।