ভয়ঙ্কর পরিস্থিতি চলছে জলপাইগুড়ি‌র বিভিন্ন গ্রামীণ হাটগুলোতে।

0
387

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ভয়ঙ্কর পরিস্থিতি চলছে জলপাইগুড়ি‌র বিভিন্ন গ্রামীণ হাটগুলোতে। করোনা সুরক্ষা ও সতর্কতা নিয়ে কার‌ও মধ্যে তেমন কোনও হেলদোল নেই। করোনা ভাইরাসের নতুন সংযোজন ওমিক্রন নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে আতঙ্ক তৈরি হলেও গ্রামীণ হাটগুলোতে এর কোনও প্রভাব নেই। জলপাইগুড়ি‌র সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন গৌরীহাটে এমনই চিত্র দেখা গেল। ব‍্যবসায়ী ও ক্রেতারা নিজেদের সুরক্ষিত রাখার জন্য বেশিরভাগ‌ই মাস্ক পড়েননি বললেই চলে।