সাড়ম্বরে পালিত হলো আদিবাসী মিলন উৎসব খেরওয়াল তুকৌ ২০২২।

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ছাতনা ব্লক এর শুশুনিয়া পাহাড় একটি বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন ক্ষেত্র। আজ বছরের প্রথম দিনে একাধারে যেমন পাহাড় কোলে পর্যটকদের ভিড় ব্যাপক হারে ছিল ঠিক তেমনি পাহাড়ের পিছন দিকে অর্থাৎ শিউলিবনা গ্রামে শময়িতা মঠ এর উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আদিবাসী মিলন উৎসব অর্থাৎ খেরওয়াল তুকৌ কে ঘিরে সমস্ত সম্প্রদায়ের মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন হয় এই অনুষ্ঠানের এবং শময়িতা মঠ এর সম্পাদিকা ঋষিঋদ্ধা অনাহতা উদ্বোধনী ভাষণ এর মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। একে একে সমবেত আদিবাসী নৃত্য এবং সৃজনশীল ও প্রাদেশিক নৃত্যের মাধ্যমে আজকের এই সুন্দর অনুষ্ঠান আরো বর্ণাঢ্য হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *