সেফ ড্রাইভ – সেভ লাইফ বিষয়ে সচেতনতার বার্তা দিতে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য মোটর সাইকেল ও সাইকেল র‍্যালি৷

0
551

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- নতুন ইংরাজি বর্ষের প্রথম দিনেই দুর্ঘটনার সংখ্যা হ্রাসের অঙ্গীকার। সেফ ড্রাইভ – সেভ লাইফ বিষয়ে সচেতনতার বার্তা দিতে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য মোটর সাইকেল ও সাইকেল র‍্যালি৷ ১-লা জানুয়ারি শনিবার বংশীহাড়ি থানার উদ্যোগে বর্ণাঢ্য এই মোটরসাইকেল ও সাইকেল র‍্যালিটি বংশীহাড়ি থানা থেকে বের হয়ে বুনিয়াদপুর শহর পরিক্রমা করে। এদিনের এই সচেতনতামূলক র‍্যালিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, বংশীহাড়ি থানার ভারপ্রাপ্ত পরিদর্শক মনোজিৎ সরকার। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন গাড়ি নিয়ন্ত্রণে চালাতে হবে যাতে কোন দুর্ঘটনা না ঘটে। তিনি বলেন গত বছরের তুলনায় এই বছরে দুর্ঘটনা যাতে অনেকটা কমাতে পারি সেই কারনে আমরা বছরের প্রথম দিনে অঙ্গীকার করছি।